
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) অধীন রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে কারিগরি ত্রুটির ফলে রাজধানীর একটি বড় অংশ বেশ কিছুক্ষণ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।
সেই ত্রুটি মেরামত করে রোববার (২২ জুন) রাত পৌনে ১২টার দিকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে বলে জানিয়েছে পিজিসিবি।
তারা আরও জানায়, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ধাপে ধাপে বিদ্যুৎবিহীন হয়ে পড়া সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করবে।
এর আগে, রাত ১০টার দিকে রামপুরা গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে রাজধানীর একটি বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে বসুন্ধরা, গুলশান, আফতাবনগর, রামপুরা, মগবাজার, মধুবাগ, ফার্মগেট, রাজাবাজার, কারওয়ান বাজার, বনানী, হাতিরঝিল, মহাখালী, মগবাজার, তেজগাঁও, ফার্মগেট, বনশ্রীসহ অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে পিজিসিবি জানিয়েছে।
/এএম



Leave a reply