কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২২০

|

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটি ভুলে যেতে চাইবে বাংলাদেশ। বুধবার (২৫ জুন) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ব্যাট করতে নেমে একাধিক ব্যাটার বড় ইনিংসের আভাস দিলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান।

এবারও ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। পর পর দুটি টেস্টেই প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ ধরেছেন তিনি। দ্বিতীয় সেশনের শেষে লিটনের বিদায়ে ৫ উইকেটে ১৪৪ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। শেষ সেশনে তারা খুঁইয়েছে আরও ৩ উইকেট।

অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুশা বিরতির আগে আউট করেছিলেন লিটন দাসকে। তার বলেই স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে আউট হন গল টেস্টে সেঞ্চুরি করা মুশফিক। ৭৫ বলে ৩৫ রান করে আউট হন মুশফিক। বাংলাদেশের সংগ্রহ তখন ১৬০।

একই পথ ধরে থিতু হওয়ার পর বিশ্ব ফার্নান্দোকে নিজের উইকেট দিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ত্রিশের কোটায় গিয়ে আউট হন তিনিও, ৪২ বলে করেন ৩১ রান। তাতে ভাঙে নাঈম হাসানের সঙ্গে গড়া ৩৭ রানের জুটি। এর পর ২৫ রান করে বিদায় হন নাঈমও। তাকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো।

লঙ্কানদের হয়ে জোড়া উইকেট পেয়েছেন সোনাল, বিশ্ব ও আসিথা। একটি করে উইকেট থারিন্দু ও ধনাঞ্জয়ার। বাংলাদেশের হয়ে কাল ফের ব্যাটিংয়ে নামবেন ৯ রানে ক্রিজে থাকা তাইজুল ও ৫ রানে অপরাজিত এবাদত।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply