
ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস নদীতে পড়ে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছে আরও অন্তত ৯ জন।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বৃহ্স্পতিবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে দুর্ঘটনাটি ঘটে। রুদ্রপ্রয়াগ জেলার বদ্রিনাথ হাইওয়েতে পৌঁছালে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। একপর্যায়ে নদীতে গিয়ে পড়ে সেটি। এ সময় বাসটিতে ১৮ জন যাত্রী ছিলো।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরা। এখনও চলছে উদ্ধার কার্যক্রম। শেষ খবর পাওয়া পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত জানা যায়নি দুর্ঘটনার কারণ।
/এএম



Leave a reply