গিলের ডাবল সেঞ্চুরিতে ভারতের দিন

|

শুবমান গিলের ডাবল সেঞ্চুরির কীর্তির দিনে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে সফরকারীরা অলআউট হয়েছে ৫৮৭ রানের পাহাড় গড়ে। আর ইংলিশরা দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ৭৭ রান তুলে।

আগের দিন ১১৪ রানে অপরাজিত থাকা গিল দ্বিতীয় দিনে আউট হয়েছেন মহাকাব্যিক ২৬৯ রান করে। তার এই অনবদ্য ইনিংসে হয়েছে অনেকগুলো রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ব্যাটারের এটিই সর্বোচ্চ রান। টেস্টের ইতিহাসে এটিই ভারতের কোনো অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ। বিদেশে ডাবল সেঞ্চুরি করা একমাত্র এশিয়ান অধিনায়ক গিল। এই মহাকাব্যিক ইনিংস এশিয়া মহাদেশের বাইরে ভারতের কোনো ব্যাটারের সেরা ইনিংস।

হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ৪১ রানের মধ্যে শেষ ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩১ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়েছিল ভারত। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে সেই দলটিই কিনা ৫ উইকেট হারানোর পর যোগ করেছে আরও ৩৭৬ রান! গিলের পরশে রবীন্দ্র জাদেজাও করেন ৮৯ রান। ওয়াশিংটন সুন্দরের উইলো থেকে আসে ৪২।

ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির তুলে নেন ৩টি উইকেট। ২টি করে শিকার জস টাং ও ক্রিস ওকসের।

জবাবে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে বেন স্টোকস বাহিনী। ভারতীয় দুই পেসার মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপের আক্রমণে ২৫ রানের মধ্যেই প্রথম তিন ব্যাটার সাজঘরে ফেরেন। দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ৭৭ রান তুলেছে স্বাগতিকরা। উইকেটে আছেন অভিজ্ঞ জো রুট (১৮*) এবং আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ব্যাটার হ্যারি ব্রুক (৩০*)।

প্রথম ইনিংসে ভারতের চেয়ে এখনও ৫১০ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। ফলো অন এড়াতে তাদের প্রয়োজন আরও ৩১১ রান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ১৫১ ওভারে ৫৮৭ অলআউট (গিল ২৬৯, জাদেজা ৮৯, জয়সোয়াল ৮৭, সুন্দর ৪২; বশির ৩/১৬৭, ওকস ২/৮১, টাং ২/১১৯)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ২০ ওভারে ৭৭/৩ (ব্রুক ৩০*, ক্রলি ১৯, রুট ১৮*, পোপ ০, ডাকেট ০; আকাশ ২/৩৬, সিরাজ ১/২১)।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply