ক্লাব বিশ্বকাপ: রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আল হিলাল

|

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রাতে মাঠে নামছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ও সৌদি ক্লাব আল হিলাল। শুক্রবার (৪ জুলাই) ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ক্লাব বিশ্বকাপের এই সিজনে দুই দলই আছে দারুণ ছন্দে। কোয়ার্টার ফাইনালের বাধা ডিঙিয়ে শেষ চারে জায়গা করে নিতে দৃঢ় প্রত্যয়ী তারা। থিয়াগো সিলভার অভিজ্ঞতার সাথে মার্টিনেলি-বার্নালের গতি আর আরিয়াস-ননাতোর কৌশলী রসায়ান আলাদাভাবে চিনিয়েছে ফ্লুমিনেন্সকে।

অন্যদিকে ইউরোপিয়ান তারকায় ঠাসা আগ্রাসী রণনীতিতে শেষ চারে জায়গা করে নিতে মরিয়া আল হিলাল। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালের লড়াইয়ে পাবে চেলসি কিংবা পালমেইরাসকে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply