আইপিএল তারকা দয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা

|

এবার আইপিএল তারকা ইয়াশ দয়ালের বিরুদ্ধে হলো ধর্ষণ মামলা। পাঁচ বছর ধরে সম্পর্কের দাবি করা এক নারীর অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত। খবর আনন্দবাজার পত্রিকার।

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দয়ালের বিরুদ্ধে গত মাসেই শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছিলেন এক নারী। সেই অভিযোগের ভিত্তিতেই ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে হয়েছে ধর্ষণ মামলা। জানিয়েছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশ।

গত ২১ জুন ঐ নারী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর অনলাইন পোর্টালের মাধ্যমে এই অভিযোগ করেন। তার দাবি, ইয়াশ দয়াল তাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বারবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। এমনকি এই পেসারের পরিবারের সঙ্গেও তাকে পরিচয় করিয়ে দেয়া হয়। ওই নারীর দাবি, তিনি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথেই সম্পর্কে ছিলেন।

দয়াল ২০২৫ আইপিএলের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) দলের সদস্য। ২০২২ আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলেও ছিলেন এই পেসার। ভারত জাতীয় দলের জার্সিতে এখনও কোনো ম্যাচ খেলা হয়নি দয়ালের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply