সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আটক ২

|

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে ভাঙ্গারি ব্যবসা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সোহাগ নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) বিকেলে হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মঈন ও জনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে ওই যুবকের মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হওয়ার বলে খবর পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে।

/আরএইচ/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply