৪ বছর পর টেস্টে ফিরেছেন আর্চার

|

চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন জোফরা আর্চার। ভারতের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টে ঘোষিত ইংল্যান্ডের একাদশে জায়গা পেয়েছেন এই পেসার।

আজ বুধবার (১০ জুলাই) শুরু হয়েছে লর্ডস টেস্ট। টসে জিতে ব্যাট করছে ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৭২। ক্রলি ও বেন ডাকেট দুজনকেই অল্প রানে ফিরিয়েছেন পেসার নিতিশ কুমার রেড্ডি। ক্রিজে রয়েছেন জো রুট ও ওলি পোপ।

প্রথম দুই টেস্টে খেলা জোশ টাংকে একাদশ থেকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে আর্চারকে। এই সিরিজে এখন পর্যন্ত সর্বাধিক ১১ উইকেট নিয়েছেন টাং। তবে তাকে বাদ দিয়ে চার বছর পর টেস্ট দলে ফিরলেন আর্চার, যার শেষ টেস্টও ছিল ২০২১ সালে ভারতের বিপক্ষে।

ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্টে ৪২ উইকেট নিয়েছেন এই স্পিডস্টার। গড় হলো ৩১.০৪।

সমালোচনা হলেও দলে রাখা হয়েছে জ্যাক ক্রলি ও ক্রিস ওকসকে। ক্রলি আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। করেছেন মাত্র ১৮ রান।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply