
গ্লোবাল সুপার লিগে প্রথমবার খেলতে নেমেই চেনা ছন্দে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে রীতিমতো আলো ছড়ালেন। প্রথমে দুরন্ত ব্যাটিংয়ে করলেন অপরাজিত ফিফটি। পরে স্পিনবিষে ৪ উইকেট তুলে নিয়ে তার দল দুবাই ক্যাপিটালসকে জেতালেন তিনি।
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে শুভসূচনা করলো দুবাই ক্যাপিটালস। গায়ানার প্রভিডেন্সের এই ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রান করে নটআউট থেকেছেন সাকিব। ৭ চার ও এক ছক্কায় এই ঝকঝকে ইনিংস খেলেন তিনি। সাকিব ছাড়া রান পেয়েছেন আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল। ২৫ বলে ৪১ রান তার। ফলে ২০ ওভারে ১৬৫ রানের পুঁজি গড়তে পারে ক্যাপিটালস।
বল করতে নেমে প্রথম ওভারেই কোনো রান না দিয়ে ২ উইকেট তুলে নেন সাকিব। পরে পেয়েছেন আরও ২ উইকেট। ম্যাচ শেষে তার বোলিং ফিগার— ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট। তার স্পিনভেল্কিতে প্রতিপক্ষ আটকে যায় ১৪৪ রানে। সাকিবদের জয় ২২ রানে। ম্যাচ-সেরা হন তিনিই।
সাকিব স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭তম বার ৪ উইকেট পাওয়া সাকিব আরেকটু এগোলেন ৫০০ উইকেটের মাইলফলকের দিকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন ৪৯৭টি।
১২ বছর পর স্বীকৃত টি-টোয়েন্টির কোনো ম্যাচে ফিফটি ও কমপক্ষে ৪ উইকেট পেলেন। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডানের বিপক্ষে ২৮ বলে ৫৭ রান করার পর বল হাতে ১৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার।
/এএম
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply