
গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স। ১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ১৫৪ রানে অলআউট হয়ে যায়।
শুক্রবার (১১ জুলাই) গায়ানার প্রভিডেন্স পার্কে টস জিতে ব্যাট করতে নেমে রংপুরের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৯ রান। সাইফ হাসান ১৮ ও সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৫ রান। মাঝে কিছুটা খেই হারালেও কাইল মায়ার্সের ৪৪ রানের ইনিংস পথ দেখায় রংপুরকে। শেষদিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ১৮ ও ইফতেফার আহমেদের অপরাজিত ৩৪ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় দলটি।
জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৪৮ রানের পার্টনারশিপ গড়েন জনসন চার্লর্স ও মঈন আলি। ১৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন জুয়েল অ্যান্ড্রু। রংপুরের নিয়ন্ত্রিত বোলিয়ে শেষ পর্যন্ত ১৫৪ রানে অলআউট হয়ে যায় গায়ানা। ৪ উইকেট তুলে নিয়ে খালেদ আহমেদের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
/এমএইচ



Leave a reply