
টেনিসের রাজকীয় মঞ্চে অবশেষে পূর্ণতা পেল ইগা সিওনতেকের গ্র্যান্ড স্লাম সংগ্রহ। এর আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম ট্রফি জিতলেও উইম্বলডনের ঐতিহ্যবাহী ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ ছিল তার অধরাই। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে পোল্যান্ডের এই তারকা নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।
রোববার (১২ জুলাই) অনুষ্ঠেয় নার এককের ফাইনালে মাত্র ৫৭ মিনিটেই ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লামের ফাইনালে প্রতিপক্ষকে ”ডাবল ব্যাগেল উপহার দিয়ে চ্যাম্পিয়ন হলেন সিওনতেক।
৩৭ বছর পর অবিশ্বাস্য এই কীর্তিতে নাম লিখিয়েছেন এই পোলিশ তারকা। এর আগে ১৯১১ সালে উইম্বলডন ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স।
A new Wimbledon champion is crowned 🇵🇱
— Wimbledon (@Wimbledon) July 12, 2025
Iga Swiatek defeats Amanda Anisimova 6-0, 6-0 to win the 2025 Ladies' Singles Trophy 🏆#Wimbledon pic.twitter.com/ZnznTxwO5A
১৯৮৮ সালে নাতাশা জভেরেভকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ। এবার সেই কীর্তিরই পুনরাবৃত্তি করলেন তিনি।
গ্র্যান্ড স্ল্যামে এটি ছিল সিওটেকের শততম জয়। যা সেরেনা উইলিয়ামসের (২০০৪, ১১৬ ম্যাচে ১০০) পর সবচেয়ে দ্রুততম ১০০ ম্যাচ (১২০ ম্যাচের মধ্যে) জয় এবং এদিক থেকে তিনি এই মার্কিন কিংবদন্তির পর সর্বকনিষ্ঠ (২৪ বছর ৩০ দিন)। সবমিলিয়ে তিনি পঞ্চম সর্বকনিষ্ঠ।
উল্লেখ্য, ফ্রেঞ্চ ওপেনে চারবার চ্যাম্পিয়ন হলেও ঘাসের কোর্টে এতদিন সেরা হতে পারেননি এই পোলিশ খেলোয়াড়। তার লক্ষ্য আগামী মৌসুমে মেলবোর্নের ট্রফিও হাতে তোলা।
/এমএইচআর



Leave a reply