
এবার ঘরে-বাইরে নারীর নিরাপদ বিচরণ নিশ্চিতের শপথ নিলেন জুলাই কন্যারা। জুলাই কন্যা দিবস উপলক্ষ্যে সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত রিকশা র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ শপথ নেন জুলাইয়ের নারী যোদ্ধারা।
তাদের ভাষ্য, স্বৈরাচারের পতন হলেও এখনও নানাভাবে নারীদের নিপীড়নের শিকার হতে হচ্ছে। অবিলম্বে নারী নির্যাতন বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান তাদের।
শপথের আগের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই কন্যাদের সহযোগিতায় একটি রিকশা র্যালির আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জুলাই কন্যাদের অংশগ্রহণে র্যালিটি আগারগাঁও-শ্যামলী হয়ে আবারও মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এম মোরশেদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
/এমএন



Leave a reply