
জুলাই অভ্যুত্থানের সুফলকে সংস্কারের কাজে না লাগিয়ে কেউ কেউ ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি একে খুব দুঃখজনক বলেও অভিহিত করেছেন।
বুধবার (১৬ জুলাই) অভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এবি পার্টি রংপুর জেলা ও মহানগর আয়োজিত অনুষ্ঠানে এবি পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।
শহীদ আবু সাঈদ সহ দেড় সহস্রাধিক শহীদের জীবন এবং লাখো মানুষের রক্তের সৌধে গড়া জুলাই অভ্যুত্থানের ঐক্য রক্ষার জন্য অনেকের আন্তরিকতার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ না করলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থান যদি সফল না হতো আজ আবু সাঈদের ভিটে মাটিকে ধ্বংস করে সেটাকে শ্মশানে পরিণত করা হতো। তার পরিবারের উপর নেমে আসতো নৃশংস নির্যাতন। কত সহস্র মানুষ যে গুম আর খুনের শিকার হতো তার কোণো হিসাব থাকতো না।
এসময় দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল দিদারুল আলম (অব.), লে. কর্নেল হেলাল উদ্দিন (অব.), যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
/এটিএম



Leave a reply