
রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৮ জুলাই ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
এসময় পলাতক আসামীদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত।
এর আগে সকালে পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ৬ আসামিকে ট্রাইব্যুনাল ২ এ হাজির করা হয়। আবু সাঈদ হত্যার ঘটনায় হওয়া মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগে পলাতক ২৪ আসামিকে গ্রেফতার করতে এবং আসামিদের আদালতে উপস্থিত করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এ মামলায় অভিযুক্ত ৩০ আসামির মধ্যে চারজন কারাগারে আছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। আরও ২ আসামি অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
/এএস
 
				
				
				
 
				
				
			


Leave a reply