
রাজধানীর শেওড়াপাড়ায় শামীম সরণি এলাকার একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২২ জুলাই) সাড়ে ৬টার দিকে ভবনটির ৬ তলায় আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। তবে এখনও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া, কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভবনটি থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছিলো। এটি দেখে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/আরএইচ



Leave a reply