এক বছরের জন্য লোনে বার্সেলোনায় রাশফোর্ড, পেয়েছেন ১৪ নম্বর জার্সি

|

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মার্কাস রাশফোর্ডর সম্পর্কটা দীর্ঘদিনের। আঠার বছর বয়স থেকেই ক্লাবটির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিলেন তিনি। রেড ডেভিলদের অনেক সাফল্যের রুপকার এই ইংলিশ ফরোয়ার্ড। কিন্তু আমুরির ঝড়ে ওলোট-পালোট হয়ে যায় ক্যারিয়ারের হিসাব নিকাশ। সাইড বেঞ্চেই কাটাতে হয় বেশিরভাগ সময়।

উপায় না দেখে পাড়ি জমান অ্যাস্টন ভিলায়। এরপর ক্যারিয়ার বাঁচাতে বার্সেলোনায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেন র‍্যাশফোর্ড। অবশেষে পূরণ হয়েছে তার ইচ্ছা। এক বছরের জন্য লোনে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নাম লিখিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। বার্সেলোনায় ১৪ নম্বর জার্সি পেয়েছেন রাশফোর্ড।

সবশেষ ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকারের পর কোনো ইংলিশ ফুটবলার হিসেবে বার্সেলোনার হয়ে খেলতে যাচ্ছেন মার্কাস র‍্যাশফোর্ড। ম্যানইউতে দুঃসহ সময় কাটানোর পর রাশফোর্ড বার্সায় ভাল করবে বলে বিশ্বাস দলটির সাবেক স্ট্রাইকার ও ইংলিশ গ্রেট গ্যারি লিনেকারের।

এই মুহূর্তে বেশ শক্তিশালী কাতালনদের আক্রমণভাগ। দারুণ ছন্দে আছেন ইয়ামাল, রাফিনিয়া ও লেভান্দোভস্কিরা। র‍্যাশফোর্ড যোগ দেয়ায় আক্রমণের গভীরতা আরো বাড়বে বলে মনে করছেন এই ইংলিশ গ্রেট।

ম্যানইউর ইতিহাস নিয়েও কথা বলেন গ্যারি লিনেকার। ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যাওয়া খেলোয়াড়দের সবাই ভালো করছেন বলেও জানান এই ইংলিশ গ্রেট।

এরইমধ‍্যে অনুশীলন শুরু করেছে বার্সেলোনা। আগামী ২৭ জুলাই নিজেদের প্রথম প্রাক মৌসুম প্রীতি ম‍্যাচ খেলবে হান্সি ফ্লিকের দল। রেড ডেভিলদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২৬ ম‍্যাচে ১৩৮ গোল করা রাশফোর্ড খুঁজে নিলেন নতুন চ‍্যালেঞ্জ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply