
আট বছর পর টেস্ট ক্রিকেটে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। একইসঙ্গে, ওল্ড ট্রাফোর্ডে ভারতকে প্রথম ইনিংসে আটকে রাখা গেছে ৩৫৮ রানে।
‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’র চতুর্থ টেস্টের প্রথম দিনে চোট পেয়ে ইনিংসের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ঋষভ পন্ত। দ্বিতীয় দিনে ভাঙা পা নিয়েই নেমে পড়েন তিনি। ফিফটি হাঁকিয়ে থামেন। ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত তাদের শেষ ৬ উইকেট খুইয়েছে ৯৬ রানে। ৭৩ রানে ৩ উইকেট নিয়েছেন জফরা আর্চার, স্টোকসের ফাইফার ৭২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটের দুর্দান্ত ব্যাটিংয়ে ইংলিশরা ২ উইকেটে ২২৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে। অনেক দিন পর রানের দেখা পেয়েছেন ক্রলি। ১১৩ বলে ১৩ চার ও ১ ছয়ে ৮৪ রান করে আউট হন তিনি। আর প্রথম টেস্টে দারুণ সেঞ্চুরি করা ডাকেট আউট হওয়ার আগে করেছেন ১০০ বলে ৯৪ রান (১৩ চার)।
ওভারপ্রতি ৪.৮৯ করে রান তুলেছে স্বাগতিকরা। দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে আছেন ওলি পোপ ও জো রুট। প্রথমজন ২০ এবং পরেরজন ১১ রানে অপরাজিত রয়েছেন।
ইংল্যান্ডের উইকেট দুটি নিয়েছেন আকাশ দীপের পরিবর্তে ম্যাচে অভিষেক হওয়া অংশুল কম্বোজ ও রবীন্দ্র জাদেজা।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সিরিজ জিততে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শুবমান গিলের দলের।
/এএম



Leave a reply