দ. আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

|

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে এসেছে অনেকগুলো পরিবর্তন।

বুধবার (৩০ জুলাই) ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়।

জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক, এ্যারন হার্ডি, কুপার কনোলি ও জেভিয়ার বার্টলেট টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছে। তবে বার্টলেট ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তরুণ অল-রাউন্ডার মিচেল ওয়েন বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত শুরুর পর প্রথমবারের মত ওয়ানডে দলেও ডাক পেয়েছেন।

অস্ট্রেলিয়ান নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছি আর ওয়েস্ট ইন্ডিজ সফরে ফলাফলের বাইরে দলীয় গভীরতা ও নমনীয়তা ছিল দারুণ ইতিবাচক দিক। মিচ ওয়েন ও ম্যাট কুহনেমানের অভিষেক এবং নাথান এলিসের পাঁচ ম্যাচ খেলার জন্য প্রস্তুতি ছিল উল্লেখযোগ্য।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জাম্পা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply