ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশ করছে যুবদল

|

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার (৪ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক এই অনুষ্ঠান গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো যুবদলের ৭৮ শহীদ পরিবারকে এই অনুষ্ঠান থেকে দেয়া হবে সম্মাননা, উপহার ও আর্থিক অনুদান।

এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানকে গতিশীল ও বিভিন্ন দেশে প্রবাসীদের সংগঠিত করে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করতে ভূমিকা রাখা যুবদলের ১২ জন প্রবাসী নেতাকে সম্মাননা দেয়া হবে। পাশাপাশি যুবদলের ছয়জন নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেয়া হবে।

জুলাই আন্দোলন চলাকালে দায়িত্ব পালনকারী সব মহানগর ও জেলা ইউনিটের নেতাদের দেওয়া হবে সম্মাননা। অনুষ্ঠানে সম্মাননা দেয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply