বীর-বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব

|

সম্প্রতি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছেলে বীর ও বুবলিকে নিয়ে সময় কাটাচ্ছেন। ভক্তদের মনে তাই হঠাৎ করে প্রশ্নের উদয় হয়েছে, কেন আচমকা মার্কিন যুক্তরাষ্ট্রে?

বীরকে একটা সুন্দর মুহুর্ত উপহার দেয়ার জন্যই তারা একসাথে হয়েছিলো বলে জানা যায়। তবে, রয়েছে আরেকটি কারণও।

আমেরিকার নতুন নিয়ম অনুযায়ী আমেরিকার গ্রীন কার্ড পেতে হলে জীবিত বাবা মায়ের উপস্থিতি এবং কাগজ পত্র জরুরি। মেগাস্টার শাকিব খান যেহেতু অলরেডি আমেরিকার গ্রীন কার্ড হোল্ডার সে ক্ষেত্রে সে যদি নিজে উপস্থিত থেকে আবেদন করে এবং বীরের পরিবারকে তাদের সামনে উপস্থাপন করতে পারে তাহলে বীরের গ্রীন কার্ড খুব সহজ হবে। যেহেতু বীরের জন্মই হয়েছে আমেরিকার এবং তার বাবা শাকিব খান আমেরিকার নাগরিক সেক্ষেত্রে সে অনান্য বাংলাদেশের আমেরিকান নাগরিকদের থেকে বেশী সুবিধা পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শাকিব খানের পরিবারের ঘনিষ্ট সুত্র বলছেন, শুধুমাত্র বীরের গ্রীন কার্ডের জন্য এবং বীরকে একটা সুন্দর মুহুর্ত উপহার দেয়ার জন্যই তারা একসাথে হয়েছিলো।

সূত্রটি আরো জানায়, বুবলি এবং বীর আলাদা হোটেলে থাকছেন। শাকিব খান তার বন্ধুদের বাসায় থাকেন যতদিন আমেরিকায় থাকেন। তারা আরো বলেন এই যে যতসব আবেবাজে কথা হচ্ছে সবগুলোই মনগড়া। শাকিব খান দেশে ফিরলেই বুঝতে পারবেন বুবলির সাথে তার কোন পারিবারিক সম্পর্ক নেই যতটুকু আছে তা শুধুমাত্রই ছেলের কারনে সেইম অবস্থা জয়ের ক্ষেত্রেও।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply