
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন যে তার দেশের সেনাদের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করছে বিভিন্ন দেশ থেকে নিয়োগ করা ‘ভাড়াটে সৈন্যরা’।
স্থানীয় সময় সোমবার (৪ আগস্ট) তিনি পূর্ববর্তী খারকিভ অঞ্চলের সামরিক অবস্থান পরিদর্শন করেন এবং সেনাদের কাছ থেকে শোনেন যে চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও আফ্রিকার কিছু দেশের যোদ্ধারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে।
সামরিক কমান্ডারদের সাথে ভোভচানস্কের প্রতিরক্ষা, ড্রোন সরবরাহ ও যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
তিনি এক্সে পোস্ট করে লিখেছেন, ‘আমাদের যোদ্ধারা শত্রুপক্ষের ভাড়াটে সেনাদের মুখোমুখি হচ্ছে। আমরা এর জবাব দেব।’
রাশিয়া ইতিমধ্যে উত্তর কোরিয়ার হাজারো সেনাকে নিজেদের কুর্স্ক অঞ্চলের প্রতিরক্ষায় নিয়োগ করেছে বলে জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ থেকে অভিযুক্ত দেশগুলোর (চীন, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ইত্যাদি) পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।
সূত্র: আল জাজিরা।
/এআই



Leave a reply