রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদার ক্রম নিয়ে রিভিউয়ের রায় বৃহস্পতিবার

|

ফাইল ছবি।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদার ক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে রিভিউয়ের রায় আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) ঘোষণা করা হবে। এদিন সকালেই রায় ঘোষণার সময় নির্ধারণ করেছেন আদালত।

এর আগে, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ শুনানি শেষে গত ৩০ জুলাই এ সংক্রান্ত রায়ের জন্য ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছিল। জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ রায়ের দিন নির্ধারণ করেছিলেন।

তবে আজ আদালত হাইকোর্টের রায়ের জন্য ৭ আগস্ট দিন ধার্য করে আদেশ দিয়েছেন।

এর আগে, ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট আট দফা নির্দেশনাসহ ১৯৮৬ সালের সংশোধিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্সকে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০১১ সালে আপিল করে। সে আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১১ জানুয়ারি রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply