
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।
বুধবার (৬ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলার পাগলা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু বলেন, দেশে ফ্যাসিবাদী কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের বিকল্প নেই। গণঅভ্যুত্থান দিবসের এই কর্মসূচিতে দলের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।
/এমএইচ



Leave a reply