
মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের তথ্যের জন্য পুরস্কার বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার করেছে। ট্রাম্প প্রশাসন গত জানুয়ারিতে এই পুরস্কার২৫ মিলিয়ন ডলার নির্ধারণ করেছিল।
মার্কিন কর্তৃপক্ষ মাদুরোকে বিশ্বের শীর্ষ মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত করেছে, যিনি কার্টেলদের সাথে করে ফেন্টানিল মিশ্রিত কোকেইন দিয়ে মার্কিন বাজার প্লাবিত করছেন বলে দাবি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই পুরস্কার বৃদ্ধিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।
বন্ডি অভিযোগ করেন, মাদুরো ভেনিজুয়েলার ট্রেন ডি আরাগুয়া, কার্টেল অফ দ্য সানস এবং মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া কার্টেলের সাথে যুক্ত রয়েছেন।
‘তিনি বিশ্বের শীর্ষ মাদক পাচারকারী এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই আমরা তার পুরস্কার বাড়িয়ে ৫ কোটি ডলার করেছি,’ বলেন বন্ডি।
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রামে বন্ডির এই ঘোষণাকে ‘এযাবৎকালের সবচেয়ে হাস্যকর ঘোষণা’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারি থেকে মনোযোগ সরানোর চেষ্টা মাত্র।
সূত্র: সিএনএন নিউজ, আল জাজিরা।
/এআই



Leave a reply