
মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে, রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের দু’পক্ষে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে হয় এ সংঘর্ষ হয়।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় কিছু সময় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। এসময়, কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।
এর আগে, রোববার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘাতে এক নারী আহত হন।
গত শুক্রবার, জুমার নামাজের পরও মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।
/এএস



Leave a reply