
স্টাফ করেসপনডেন্ট, দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুর উপজেলার ট্রাক চাপায় শিশুসন্তানসহ মা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের সোনালী ব্যাংকে সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুইমাস বয়সী শিশু রিশাদ কাইফ ও তার মা কোহিনুর বেগম (২৭)।
বিরামপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সকালে সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেলকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিনজন রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুসন্তান ও মা ঘটনাস্থলেই মারা যান।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহতের পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকচালক এখনো পলাতক রয়েছে।
/আরএইচ



Leave a reply