
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে পূর্ব আলোচনা হয়েছে, সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েক দিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) নাটোরের নলডাঙ্গায় তার বাবা ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২৫০টির অধিক আসন পেয়ে জয়লাভ করবে। এতে ভয় পেয়ে একটি–দুটি রাজনৈতিক দল আতঙ্কিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। আগামী নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান।
এ সময় জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/এসআইএন



Leave a reply