পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু জয়ের লক্ষ্যে বাংলাদেশের তমাল

|

পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু জয়ের লক্ষ্যে রওনা হচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। এ উপলক্ষে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাকে জাতীয় পতাকা তুলে দেয়া হয়।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। তিনি পতাকা অর্পণ করে তৌফিক আহমেদ তমালকে শুভকামনা জানান। এ সময় তরুণ প্রজন্মের ওপর ভরসা রাখতেও বলেন তিনি।

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে যাত্রা শুরু করবেন তৌফিক আহমেদ তমাল। প্রায় ৪০ দিনের মধ্যে তিনি নেপালের পশ্চিম-মধ্য হিমালয়ের মানসিরি হিমাল রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গে ওঠার চেষ্টা করবেন।

তমালের এই অভিযানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করছে নতুন পর্বতারোহণ সংগঠন Altitude Hunter BD। তাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে যুমনা টেলিভিশন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply