৭ ঘণ্টা পর খুললো চবি প্রশাসনিক ভবনের তালা

|

শতভাগ আবাসন সুবিধা অর্থাৎ হলে সিট অথবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দেয় তালা প্রায় ৭ ঘণ্টা পর খুলে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে খুলে দেন আন্দোলনকারীরা।

এর আগে, দুপুর থেকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি আদায়ে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। একপর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা।

শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে আসন বরাদ্দে অসম মেধা যাচাই প্রক্রিয়া তাদের বিপাকে ফেলেছে। এতে বাড়তি ভাড়া দিয়ে শহরে থাকতে হচ্ছে তাদের। প্রশাসনকে একাধিকবার এসব বিষয়ে জানানো হলেও আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে তাদের ভূমিকা।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply