ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

|

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শ্রীনগরে কাজ শেষে মোটরসাইকেলে সিরাজদিখানে ফিরছিলেন ৪ বন্ধু আওলাদ হোসেন, হাবিল, কাইয়ুম ও ইমন। পথে নিমতলা এলাকায় একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।

এতে ঘটনাস্থলেই মারা যান আওলাদ, হাবিল ও কাইয়ুম। আহত ইমনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ৪ জনের বাড়িই সিরাজদিখানের রশুনিয়া এলাকায়।

এর আগে গতকাল ভোরে এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় প্রাইভেট কার উল্টে নিহত হন আরও তিনজন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply