আইডি কার্ড ভেঙে রয়টার্স ছাড়লেন কানাডিয়ান সাংবাদিক

|

গাজায় ইসরায়েলি হামলায় গণমাধ্যমকর্মী নিহতের ঘটনায় নিজের পরিচয়পত্র (আইডি কার্ড) ভেঙে প্রতিবাদ জানালেন রয়টার্সের এক সাংবাদিক। বার্তা সংস্থাটির কর্মী ভ্যালরি জিংক নিজের আইডিকার্ড ভেঙ্গে ইস্তফা দেন। খবর আনাদোলু এজেন্সির।

ভাঙা আইডির ছবি ফেসবুকে পোস্ট করেন কানাডিয়ান এ সাংবাদিক। তিনি জানান, সহকর্মীদের নির্মম মৃত্যু সত্ত্বেও ইসরায়েলের পক্ষ নিয়েছে রয়টার্স। তারই প্রতিবাদে প্রতিষ্ঠানটির সাথে আর কাজ করতে চান না তিনি।

জিংক আট বছর ধরে চুক্তিভিত্তিক সাংবাদিক হিসেবে কাজ করছিলেন রয়টার্সে। সম্প্রতি নিহত সাংবাদিক আনাস আল-শরিফ একসময় রয়টার্সের হয়ে পুলিৎজার এনে দিলেও তার মৃত্যুতে কোনোরকম প্রতিবাদ জানায়নি সংস্থাটি। বরং তাকে হামাসের সদস্য ও সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply