আগামীতে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে: পররাষ্ট্র উপদেষ্টা

|

ফাইল ছবি।

আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৫ এ একথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, স্বাধীনতার এতবছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি। এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতেই হবে। শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয় এজন্যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি।

রোহিঙ্গা সংকট নিয়ে উপদেষ্টা বলেন, তাদের প্রত্যাবাসন করা না গেলে আগামী দশকেও এই অঞ্চলের মানুষকে ভুগতে হবে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply