
ফাইল ছবি
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের চূড়ায় উঠলেন রশিদ খান। ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট নেয়ার মাধ্যমে নিউজিল্যান্ড পেসার টিম সাউদিকে পিছনে ফেলে রেকর্ডটি গড়েন আফগান স্পিন তারকা।
অথচ একটা সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। রশিদ বা টিম সাউদিরা তালিকায় সাকিবের নিচেই ছিলেন। দীর্ঘদিন তাদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের লড়াইও চলেছে। তবে এখন এসব অতীত।
বর্তমানে টি-টোয়েন্টিতে অন্যতম সেরা বোলার রশিদ খান। বরাবরই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজ যোগ্যতার প্রমাণ দিয়ে আসছেন তিনি। সোমবার (১ সেপ্টেম্বর) শারজায় ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন উইকেট নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হন আফগান অধিনায়ক। এতোদিন ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়ে এই ফরম্যাটের শীর্ষে ছিলেন সাউদি।
রশিদ ছাড়াও এই সংস্করণে সেরা ৫ উইকেট শিকারীদের তালিকায় আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। যদিও টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে সাকিব বিদায় নিয়েছেন। সাউদিও সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
১৫০ উইকেট নিয়ে এই তালিকার তিনে আছেন কিউই স্পিনার ইশ সোধি। সাকিবের অবস্থান চারে (১৪৯টি উইকেট), তার চেয়ে ৭ উইকেট কম নিয়ে মোস্তাফিজ আছেন পাঁচে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড় শ’ উইকেট নেয়ার সুযোগ এখন ‘দ্য ফিজ’-এর সামনে।
/এএম



Leave a reply