
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, সরাসরি সভাপতি হওয়ার সুযোগ নেই, তাই আগে পরিচালক হওয়ার চেষ্টা করবো। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
বুলবুল বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করবো। একটা সঠিক নির্বাচন করবো। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করবো।
এ ছাড়াও দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চান বলেও উল্লেখ করেন তিনি।
তবে এর আগে, বিসিবির নির্বাচন করবেন না বলেছিলেন আমিনুল ইসলাম। কিন্তু এবার মত পাল্টে ভোটযুদ্ধে নামার ঘোষণা দিলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তবে কি টি-টোয়েন্টি নয়, নতুন মেয়াদে টেস্ট শতক হাঁকানো বুলবুলের টার্গেট।
প্রসঙ্গত, অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন—গতকাল আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
/এসআইএন



Leave a reply