কোয়াব নির্বাচন: সভাপতি পদের জন্য লড়ছেন মিঠুন ও শাহেদ

|

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)— এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। কমিটির ১১টি পদের মধ্যে ১০টিতেই ১ জন করে প্রার্থী থাকায় পদগুলোতে সেইসব প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই জয় নিশ্চিত করেছেন। তাই ভোটের লড়াই গড়িয়েছে কেবলমাত্র সভাপতি পদে নির্বাচনেই। এই পদের জন্য লড়ছেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবির একাডেমি ভবনে অনুষ্ঠিত হয় কোয়াবের বার্ষিক সাধারণ সভা। সভা শেষেই শুরু হয় ভোটের আনুষ্ঠানিকতা।

বেলা তিনটা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটে অংশ নেবেন ২১৫ জন। যেখানে দেশের বাইরে থেকেও অনলাইনে ভোট দেবেন কেউ কেউ।

উল্লেখ্য, কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই নির্বাচিত হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েসসহ আরও অনেকেই।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply