টঙ্গীতে রাসায়নিক প্রক্রিয়ায় টাওয়ালে লুকানো ভয়ংকর মাদক জব্দ, গ্রেফতার ২

|

ইতালিতে পাচারের উদ্দেশ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় দু’জনকে গ্রেফতারও করে তারা।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ভয়ংকর এই মাদক জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, পাচারের উদ্দেশ্যে টাওয়ালে বিশেষ রাসায়নিক পদ্ধতিতে ৬ দশমিক ৪৪ কেজি ওজনের ওই কিটামিন সংরক্ষণ করা হয়েছিল। এটি মাদক পাচারের নতুন একটি কৌশল। পাচারকারীরা অত্যন্ত সুকৌশলে কিটামিনগুলো টাওয়ালে এমনভাবে মিশিয়ে রেখেছিল যে, সাধারণ চেকিংয়ে তা ধরা পড়া প্রায় অসম্ভব ছিল।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বিপুল পরিমাণ এই মাদক ইতালিতে পাচারের পরিকল্পনা ছিল। চক্রটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply