
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৯ ঘণ্টা পেরোতে চললেও এখনও ফল ঘোষণা করা হয়নি।
ফলাফল জানতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সমর্থক এবং শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এতে ভবনের কনফারেন্স কক্ষটি জনসমুদ্রের রূপ নিয়েছে।
এদিকে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, সিনেট ভবনের হল নয়, ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।
এতে বলা হয়, আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার কিছু আগে শিক্ষার্থীরা জড়ো হলে সিনেট ভবনের মিলনায়তনটি মুহূর্তেই ভরে যায়। এরপর থেকে ক্রমাগত ভিড় বাড়তেই থাকে।
অপরদিকে, শাহবাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে উৎসুক জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়। এরপরপরই নানা অভিযোগ-পাল্টা অভিযোগ আসে। পরে বিকেল ৫টা নাগাদ ভোট গণণা শুরু হয়। কিন্তু এখনও কোনো ফলাফল আসেনি।
/আরএইচ



Leave a reply