ও‌সির পর এবার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অ‌ফিসার বদলি

|

রাজবাড়ী করেসপনডেন্ট:

নুরাল পাগলের দরবার ও বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় ও‌সির পর এবার গোয়াল‌ন্দ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. না‌হিদুর রহমান‌কে বদলি করা হ‌য়ে‌ছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণাল‌য় প্রেষণ-১ শাখার যুগ্মস‌চিব আবুল হায়াত মো. র‌ফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হ‌য়। তাকে বা‌ণিজ্য মন্ত্রণাল‌য়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ প‌রিচালক প‌দে বদলি করা হ‌য়ে‌ছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২১ সেপ্টেম্বরের ম‌ধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের না করলে, সেদিন অপরাহ্ণ হ‌তে তাৎক্ষণিক অবমুক্ত হ‌বেন তিনি। তবে তাকে বদ‌লি করা হ‌লেও এখনও নতুন ক‌রে কাউকে দ্বা‌য়িত্ব দেয়া হয়নি।

এর আগে গত শুক্রবার এক অ‌ফিস আদে‌শে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রা‌কিবুল ইসলাম‌কে রাজবাড়ী পু‌লিশ সুপা‌র (এস‌পি) কার্যাল‌য়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদ‌লি বদলি করা হয়েছে। একইসা‌থে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সা‌লের ২৪ ডি‌সেম্বর মো. না‌হিদুর রহমান‌ ইউএনও হিসেবে গোয়ালন্দ উপ‌জেলায় যোগদান ক‌রেন। গত ৫ সে‌প্টেম্বর নুরাল পাগলের বাড়ি ও দরবা‌রে হামলা-ভাংচুর, অ‌গ্নিসং‌যোগ, লুটপাট এবং দরবা‌রের একজন ভক্ত নিহতসহ নুরাল পাগ‌লের লাশ করব থে‌কে উত্তোলন করে পু‌ড়ি‌য়ে দেয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীসহ প্রশাস‌নের বিরু‌দ্ধে দ্বা‌য়িত্ব অব‌হেলার অ‌ভি‌যোগ ও‌ঠে।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply