ভাঙ্গার দুইটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দেয়ার প্রশ্নে হাইকোর্টের রুল

|

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে আলাদা করে ফরিদপুর-২ আসনে যুক্ত করা কেন অসাংবিধানিক নয়?— তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে সীমানা নির্ধারনী আইনের ৭ ধারা কেন অবৈধ নয় তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব বলেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দেয়া হয়। ইউনিয়ন দুইটি ফরিদপুর দুই আসনে যুক্ত করা হয়। রিটে সেই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা হয়েছে।

এর আগে, ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গাকে আলাদা করে ফরিদপুর-৫ আসন করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদাসহ সদরপুর ও চরভদ্রাসনের ১৬ জন এই রিট করেন।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসন থেকে বাদ দেয়া দুই ইউনিয়কে পুনরায় সেই আসনে যুক্ত করার দাবিতে বেশ কিছুদিন করে সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছে স্থানীয়রা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply