
পাবনা প্রতিনিধি :
পাবনার চাটমোহরে এক বিএনপি নেতার বাড়িতে দূর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালা গ্রামে ইউপি সদস্য ও বিএনপি নেতা মোতাহার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মোতাহার হোসেন ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আগুনে তার বসতঘরের সমস্ত আসবাবপত্র, জমির দলিলপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন।
মোতাহার হোসেন জানান, অন্যান্যদিনের মত সোমবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরি। ভোররাতের আগে ঘরের ভেতরে আগুনের উত্তাপে জেগে দেখি সমস্ত ঘরে আগুন জ্বলছে। দ্রুত স্ত্রী সন্তানসহ ঘর থেকে বের হয়ে কোন মতে প্রাণে রক্ষা পাই।
তিনি জানান, কিছু আত্মীয় স্বজনের সাথে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলে আসছিল। তারা বেশ কিছুদিন যাবৎ আমাদের ক্ষতি সাধনের হুমকিও দিচ্ছিল। ধারণা করছি, এ ঘটনাটি তারাই ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ করবো বলেও তিনি জানিয়েছেন।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দীন জানান, বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply