
????????????????????????
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুরে ধর্ষণের শিকার এক গৃহবধু আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ওই নারীর ঘরে ঢোকে আলাউদ্দিন নামে এক ব্যক্তি।
পরে ঐ নারীকে নির্যাতনের এক পর্যায়ে বাড়িতে তার স্বামী চলে আসলে ঘটনা বুঝতে পেরে আশপাশের লোকজনদের নিয়ে আটক করা হয় আলাউদ্দিনকে।
ঐদিন রাতেই স্থানীয় এক মেম্বার ধর্ষক আলাউদ্দিনকে মারধর করে ৬০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করেন।
পরে আজ শুক্রবার সকালে বিষপানে আত্মহত্যা করেন ওই নারী। সম্প্রতি ইউনিয়ন চেয়ারম্যান পদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ধর্ষণের এ ঘটনা বলে দাবি নিহতের স্বজনদের।



Leave a reply