
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর মালিপাড়া গ্রামে পিটারু রায় (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে (তিনটায়) পাশের একটি গম ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পিটারু রায় একই গ্রামের চিত্ত মহন্ত রায়ের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পিটারু রায় একজন কৃষক ছিলেন। দৌলতপুর এলাকায় তার কিছু আবাদি জমি রয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে পিটারু হাতে একটি টর্চ নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলে তিনি আর বাড়িতে ফিরেন নাই। সকালে বাড়ির লোকজন তাকে আশেপাশের আত্মীয়ের বাড়িতে খোঁজ করেন, কিন্তু কেউ তার সন্ধান দিতে পারেনি। দুপুরে বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানিয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতলের মর্গে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
টিবিজেড/
 
				
				
				
 
				
				
			


Leave a reply