
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেয়ায় ঠাকুরগাঁও- ৩ আসন থেকে নির্বাচিত এমপি জাহিদুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। মির্জা ফখরুল জানান, জাহিদুর দলের সিদ্ধান্ত না মেনে সংসদে যাওয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন নেতারা। সর্বসম্মতিক্রমে তার প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাহিদুর রহমান ঠাকুরগাও এর পীরগঞ্জ-রাণীশংকৈল থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন।
এছাড়া, স্থায়ী কমিটির বৈঠকে বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply