
নাটোরের নলডাঙ্গায় আমেনা বেওয়া নামে স্বামী পরিত্যাক্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) সকালে উপজেলার বাশিলা গ্রামের নিজ বাড়ির টিনের ছুপড়ি ঘর থকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমেনা বেওয়া একই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ও স্থানীয়রা জানায়, স্বামী পরিত্যাক্ত আমেনা বেওয়া উপজেলার বাশিলা গ্রামে নিজ বাড়ীতে একটি টিনের ছুপড়ি ঘরে বসবাস করতেন। আজ সকালে প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পায় কিন্তু আমেনা বেওয়াকে কোথাও দেখা যায়না। পরে প্রতিবেশীরা ঘরে গিয়ে তার বিছানায় গলায় শাড়ী পেঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এছাড়াও ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র তছনছ করা অবস্থায় দেখতে পাওয়া যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে এটা হত্যা না আত্মহত্যা তা জানানো সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের পর সঠিক তথ্য জানা যাবে।



Leave a reply