
পিতার বয়স-২৮ আর পুত্রের বয়স ১৮। পিতা-পুত্রের এমন জটিল অংকের সমাধান কেউ দিতে না পারলেও, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের একটি নিয়োগ কমিটি তা মেনে নিয়েছে।
সম্প্রতি ৮৬৩ জন খালাসি নিয়োগে আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি, অনিয়ম-দুর্নীতির এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, যমুনা টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান- ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রিতে। গাড়ি চালক, রেলের কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার এবং দালালদের মাধ্যমে টাকা সংগ্রহের অভিযোগ ওঠে, নিয়োগ কমিটির বিরুদ্ধে।
ছেলের নাম সৌরভ, অস্থায়ী ভিত্তিতে কাজ করেন রেলওয়ের ওয়ার্কশপে। বাবা শ্রী সুকুমার দে’ এবার চাকরি পেয়েছেন বয়স চুরি করে।
অথচ চাকরি পাওয়া এই সুকুমার রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম এর চালক হারাধনের আপন খালু। তারপরও ঘুষ দেয়া থেকে রেহাই পাননি সুকুমার। 
ইউসুফ রায়হান আর আবিদ ইসলাম। দুই ভাইয়ের দু’জন-ই চাকরি পেয়েছেন খালাসী পদে। আবিদ পেয়েছেন টাঙ্গাইল জেলা কোটায়। ছোট ভাই ইউসুফ রায়হানের ভাগ্য এতো ভালো যে, তাঁর নাম ওঠেছে, দুই জেলা থেকে। একবার জামালপুর, আরেকবার ঢাকা জেলা থেকে। ক্যামেরার সামনে, তাঁদের বাবা-আবু বক্কর সিদ্দিক। শ্রমিক নেতা আব্দুল আজিজ মন্তব্য করেন টাকা পয়না ছাড়া গাছের পাতাও নড়েনা।
২০১২ সালে বিজ্ঞপ্তি, ১৫ সালে মৌখিক পরীক্ষার পর দীর্ঘদিন ঝুলে ছিল-এই নিয়োগ প্রক্রিয়া। এরমধ্যে নিয়োগ কমিটির পাঁচ সদস্যের একজন মারা যান, অন্যজন চলে যান-ভিন্ন মন্ত্রণালয়ে। বাকি ৩ জনের বিরুদ্ধে উঠে নিয়োগ বাণিজ্যের অভিযোগ। টাকা লেনদেনের অভিযোগ অস্বীকার করলেন, নিয়োগ কমিটির প্রধান।
নিয়োগ কমিটির আহবায়ক মিজানুর রহমান বলেন, আমাদের চোখের দেখা যাদের ঠিক মনে করেছি তাদেরকেই নিয়োগ দিয়েছি । আর দালালরা দালালদের কাজ করবে আমরাতো আর দালাল না। তবে সব অভিযোগ শুনে সুষ্ঠু তদন্তের নেয়ার কথা জানালেন রেলমন্ত্রী।
রেলের খালাসি নিয়োগে এমন তুঘলকি কাণ্ড নিয়ে অনুসন্ধানে নেমেছে যমুনা টিভির টিম থ্রি সিক্সটি ডিগ্রি। বিস্তারিত দেখবেন ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির নতুন পর্ব “হায় নিয়োগ, সেই বিড়াল” শুক্রবার রাত ৯টায় যমুনা টিভিতে।
https://youtu.be/FOBRBiXde6s
 
				
				
				
 
				
				
			


Leave a reply