
হংকংয়ে বিতর্কিত অপরাধী প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে চলমান আন্দোলন সহিংসতা দমনে প্রয়োজনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে চীন। বৃহস্পতিবার এ কথা জানান লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।
বলেন, পরিস্থিতির অবনতি হলে ব্যবস্থা নিতে বাধ্য হবে কেন্দ্রীয় সরকার। এছাড়া চীনের অভ্যন্তরীণ ইস্যুতে অন্যদের নাক না গলানোর পরামর্শ দেন তিনি।
এদিকে চলমান পরিস্থিতিতে চীন হংকং সীমান্তবর্তী শেনঝেনে সামরিক মহড়া অব্যাহত রেখেছে চীন।
প্রত্যর্পণ বিল বাতিল ও প্রধান নির্বাহীর পদত্যাগের দাবিতে চীনা স্বায়ত্ত্বশাসিত হংকংয়ে প্রায় আড়াই মাস ধরে চলছে তীব্র আন্দোলন। সংঘর্ষের ঘটনাও ঘটছে নিয়মিত। বিক্ষোভ-সহিংসতার দায়ে গত এক সপ্তাহেই অঞ্চলটিতে আটক হয়েছে ৭৪৮ জন। এদের মধ্যে ১১৫ জনের বিচার শুরু হয়েছে।
তবে যেকোনো মূল্যে গণতন্ত্র ও এক দেশ দুই নীতি রক্ষায় বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।
 
				
				
				
 
				
				
			


Leave a reply