
ছবি: প্রতীকী
রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ভারপ্রাপ্ত আমিরসহ চার সদস্যকে আটক করেছে র্যাব-৩।
রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আল্লাহর দলের আমিরসহ চারজন আটক করা হয়েছে।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
 
				
				
				
 
				
				
			


Leave a reply