রাজধানীর লালবাগে বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুপাকে আটক করা হয়েছে। তরুণীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ বেশ কয়েকদিন ধরেই করে আসছে তরুণীর পরিবার।
এই ঘটনায় চকবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগীর স্বজনরা জানান, কয়েকমাস ধরে ধর্ষণের ঘটনা ঘটলেও মেয়েটি বাক প্রতিবন্ধী হওয়ায় কেউ তা জানতে পারেনি। সে তিনমাস ধরে অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনা জানাজানি হয়। পরে, মেয়েটির ফুপা ঘটনা স্বীকার করে ৫ লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চায়। ভুক্তভোগীর বাবা-মা তাতে রাজি না হয়ে, থানায় অভিযোগ দেয়। এলাকাবাসী অভিযুক্ত শহীদকে ধরে থানায় সোপর্দ করেছে। তদন্ত করে, পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
যমুনা অনলাইন: টিএফ

