Site icon Jamuna Television

বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ নিহত ৩, প্রাণ গেলো ৫টি গরুরও

বগুড়া ব্যুরো:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ প্রাণ হারিয়েছেন ৩ জন। এসময় প্রাণ গেছে মাঠে চড়ানো ৫টি গরুরও।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর বটিয়া ও চর ডাকাতমারা এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন যমুনা নিউজকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার পর থেকেই কখনো গুড়িগুড়ি আবার কখনো বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত হচ্ছিলো সারিয়াকান্দি এলাকায়। এসময় উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের কাছে চর বটিয়া এলাকায় নদীতে জাগ দেয়া পাট ধোয়ার কাজ করছিলেন ওই এলাকার ওয়াসীন আলী ছেলে সুমন। হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ওসি আরও জানান, একই সময় উপজেলার কাজলা ইউনিয়নের চর ডাকাতমারা এলাকায় মাঠে চরানো গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আমিরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা বেগম। এসময় ওই এলাকায় মাঠে চরে বেড়ানো ৫টি গরুও প্রাণ হারায়।

কাছাকাছি সময়ের বজ্রপাতে উপজেলার দেবডাঙ্গা এলাকার তানিয়া ও কালিতলা ঘাট এলাকার সুমন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন ওসি।

Exit mobile version