Site icon Jamuna Television

‌স্ত্রী চুইংগাম না নেওয়ায় তিন তালাক দিল স্বামী

স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা নিয়ে আদালতে যায় স্ত্রী। শুনানি চলার আগে স্ত্রীকে চুইংগাম দিতে যায় স্বামী। কিন্তু স্ত্রী না নিতে চাননি। এতে রেগে যায় স্বামী। ভরা আদালত চত্বরেই তাঁকে তিন তালাক দিয়ে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে।

জানা গিয়েছে, স্বামী রশিদের বিরুদ্ধে উত্তরপ্রেদেশের অমরাই গ্রামের বাসিন্দা সিম্মি আদালতে এসেছিলেন যৌতুকের মামলার শুনানির জন্য। সেই মামলার শুনানির সময় চুইংগাম না নেয়ায় স্ত্রীকে রাগের বশেই তিন তালাক দিয়ে দেন স্বামী। ঘটনা ঘিরে আদালত চত্বরে শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা। আইন বিরুদ্ধ তিন তালাক দেওয়া হয় রশিদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়।

Exit mobile version